পায়েল খাঁড়ার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

পায়েল খাঁড়ার কবিতা




খেটে খাওয়া মানুষ
বাঁচতে ওরা নাছোড়বান্দা, তাই তো বেঁচে আছে,
কুড়ার থেকে কী'ই বা বেশি ওরা সমাজের কাছে?
পেটে ওদের খিদের জ্বালা মাথায় ফুঁটো ছাদ
আপোষ করে প্রতি নিঃশ্বাসে, করে না প্রতিবাদ।  
দৃষ্টিকটু ওরা বড়ই নান্দনিক প্রেক্ষাপটে
মানুষ তো নয় যেন মানুষের বৈমাত্রেয় বটে!
কার আছে দায়,দু-দন্ড ভাবে ওদের ভালো মন্দ?
আপন অদৃষ্টের সাথেই যেন চিরস্থায়ী দ্বন্দ্ব।
পিষছে যারা প্রতিনিয়ত বৈষম্যের জাঁতাকলে
প্রগতির গতি অবিরত হায় তাদেরই রক্ত-জলে।
নিজেকে গুঁড়িয়ে গড়তে যাকে করছে জীবনপাত,
সেই দেউলেই অছুত ওরা—কি নিদারুন বরাত।
ওরা তো চায় না ভাষনের ঝড় স্ত্রোত-বাক্যের ঢেউ
জাতের বারুদে মশাল জ্বালিয়ে জেহাদ খোঁজে না কেউ।
চাহিদা ওদের বড়ই অল্পই দিন এনে দিন খায়
গদি বদলের নোংরা রং লাগে না ওদের গায়।
ওদের কাঁধেই সভ্যতার ভারসাম্য টিকে থাকে
খেটে খাওয়া ওই মানুষের ভিড়—সেলাম জানাই তাকে।
 ==========০০০==========

 





PAYEL KHANRAH
C/O- BALARAM KHANRAH
AKRA DUTTA BAGAN
P.O- BARTALA
P.S- RABINDRANAGAR
KOL-18




No comments:

Post a Comment