কোয়েলী ঘোষের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

কোয়েলী ঘোষের কবিতা

`জীবনের মুখোমুখি



জীবন যখন যানজটেতে জটিল
নিত্যদিন শহর আসা যাওয়া ,
ঘামেভেজা সকাল থেকে সন্ধ্যে
নেইকো যাদের বেশি কিছু চাওয়া !

বেসরকারি কম মাইনের চাকরি
খাটিয়ে মারে শুধু নিরন্তর ,
তাদের ও তো শখ আল্হাদ আছে
কুলোয় না তা ,খাটনি দিনভর !

ব্যস্ত দিন , ছুটছে কেবল সময়
আকাশে মেঘ , জমছে মুখে ভয় !
প্রচন্ড বেগে আসছে ধুলো ঝড়
মৃত্যুর মুখে জীবন বড় কাতর !
=======000========















koyeli ghosh
bhadarakali
hoogly

No comments:

Post a Comment