Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কান্তিলাল দাসের দুটি কবিতা


মে দিবস : বাতিঘর

মে দিবস ! মে দিবস !
আনন্দে নাচো, ছুটি পেয়ে গেছ
হেসে খেলে যাবে যে দিবস !

তোমরা চালাও অফিস-কাছারি
ইসকুল কলেজেও
তোমরাই ছড়ি চলেছ ঘুরিয়ে
নেই তাতে সন্দেহ !
তা তোমরা পারো, লেখাপড়া শিখে
মানুষ হয়েছ বলে
আমরা গরীব, টাকা কোথা পাবো
যা হোক করেই চলে !
একে চলা বলে ? বলেনা মোটেই
বলা যায় টিকে থাকা
হাড়ভাঙা খেটে টুকু রোজগারে
যায় না তো মেলা পাখা !
স্যাঁতস্যাঁতে ঘরে, কেউ ঝুপড়িতে
কেউ নিয়ে টালিখোলা
কাটিয়ে চলেছি কম খেয়ে পরে
বাড়াতে পারিনি নোলা!

মে দিবস ! মে দিবস !
ডকে উঠে গেছে কলকারখানা
চাষে চলে গেছে রস !

অথচ ফসল ফলাবে চাষীতে
পায়নি, পাবেনা দাম
এখনো চাষীরা খেটে মরে যাবে
ঝরাবে শুধুই ঘাম ?
আর ওই মজুরেরা,-
যাদের সভায় ভাই-টাই বলো
তাদেরও কপালফেরা
দেখলনা কেউ, দিন চলে যায়
বাবুদের দ্যাখে তারা !
মে দিবস কেন, কত যে ছুটিতে
তারা তো লাগাম ছাড়া !

অথচ এমন কথা ছিল নাকি
আশা ছিল স্বাধীনতা
গরীব মানুষে ডেকে নিয়ে যাবে
ঘুচে যাবে সে-দীনতা।
আজকে গরীব ভাগ হয়ে গেছে
দলের পতাকাতলে
দয়া ছাড়া আর কিছু কী পেয়েছে
গরিব মানুষ বলে ?

সময় এসেছে মুটে মজুরেরা
চাষীরা বানাও দল
তোমাদের কথা তোমরাই বলো
কেন যে সইছ ছল !
তোমাদের মাঝে সত্যি নেতার
আজ বড় দরকার
তেলে জলে মেশে কোনোদিন নাকি
দাও তেল নিজ চরকার।
ভেদনীতি আজ শ্রমিকে শ্রমিকে
দলদাস গেছে করে
ছাড়ো এই মোহ জীবনযুদ্ধে
বন্ধু, গেছ কী মরে ?

মে দিবস ! মে দিবস !
বাতিঘর হয়ে আলো দিক শুধু
আরো এক সে দিবস !
...............ooo...............



বাঁচবে তবে  


তুমি বলছ খেটে খাচ্ছ
আমি বলছি- না
খাটে যারা তাদের এত
হয়না বড় হাঁ।

তুমি তো বেশ খাটিয়ে খাও
মাথা এবং টাকা
তাই তো তোমার আসন খানি
শক্ত এবং পাকা।

তোমার এত গাড়ি বাড়ি
ওদের আছে কী ?
দিন আনতে পান্তা ফুরোয়
তেল জোটেনা, ঘি !

তোমার আছে খানাপিনায়
মাটন বিরিয়ানি
ওদের তো সেই কড়কড়ে ভাত
সেদ্ধ আলুখানি ।

ওদের শ্রমে মালিক তোমার
ফুলছে মুনাফাটা
দিচ্ছ নাতো ভাগ কিছু তার
উল্টোদিকেই হাঁটা।

এমনি করে চললে পরে
বিপদ ভারি জেনো
সময় থাকতে মূল্য ধরে
ওদের কাছে টেনো।

এই দুনিয়ার মজদুরেরা
হবেই যে এক হবে
ওদের দিও মূল্য উচিত
বাঁচবে তোমরা তবে ।
..............ooo.................
















 কান্তিলাল দাস
কিসমত অপূর্বপুর
(বেলতলা লেন)
 সিঙ্গুর, হুগলি

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত