সৌরভ ঘোষের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সৌরভ ঘোষের কবিতা

যেদিকে চোখ কম যায়


কেন শুধু শুধু ভাবিস?
আমি ঠিকই আছি।
বুঝেছি সুখ কাকে বলে।

জানিস?
এরা মানুষ চেনে।
তুই ডাকতিস বন্য বলে।
এরা বসতে দেয়, জল দেয়
খিদে পেলে ভাত দেয়।
বুঝলি!একদম তাড়া নেই
বাজারে ঘোরাঘুরি কম
আলোর বিলও...
এরা চাঁদের জ্যোৎস্না গায়ে মাখে।
শিক্ষায় বশ হয়নি
একেবারে অন্যরকম
কেমন বেশি বেশি আদর।

সেদিন রাতে -
তোরা তো পালিয়ে গেলি।
ঠিকই করেছিলি....

তুই ফিরেই যা,
আমি ফিরে এসেছি রে।

======000======


সৌরভ ঘোষ
মুন্সিরহাট,হাওড়া

No comments:

Post a Comment