মৌমিতা ঘোষালের অণুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

মৌমিতা ঘোষালের অণুগল্প

# মিছিমিছি #



চৌকাঠের কাছে বসে খুকির খেলা দেখে অবনি। উঠোনের ধুলোয় বসে খেলনা বাটি
খেলে খুকি।আজকে তার খেলনা বাড়িতে পুতুল বিয়ের ভোজ।মিছিমিছি।কত রান্না!
কত রান্না! মাংস-মিষ্টি-লুচি। খুকির মুখে হাসি ধরেনা।
কাজে যায়না অবনি। কি ভেবেছে ওরা! কাজের লোক বলে কি সন্মান নেই ওর! পেটের
দায়ে সব কিছু। নাহ। আর সে যাবেনা কাজে। কতবার ভেবেও ছাড়তে পারেনি সে,
একমাত্র মা মরা মেয়েটার জন্য। মান সম্মান খুইয়ে আবার যায় কাজে।
খুকি তখনও খেলছে। মিছিমিছি।তার হাসি বাঁধ ভাঙ্গা। অবনি আরও ভাবছে, এমন
মিছিমিছি খেলায় খুকি আর কতদিন হাসতে পারবে!
========000========















 Moumita Ghoshal
Beliatore, Bankura

No comments:

Post a Comment