সুমন কল্যাণের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সুমন কল্যাণের কবিতা

ফিনিক্স



ও ছেলে তোর কাপড় কোথায়?
সারা গায়ে জড়িয়ে আছিস ক্ষিদের চাদর!
মরা বিলের কাদা ঢেকেছে তোর লজ্জা
সকালের সূর্য ঢলেছে দ্যাখ পশ্চিমে।
আমদের পূর্ব নাই
আমাদের পশ্চিম নাই
আমাদের শুধু প্রতিদিন
নতুন সকাল দেখার লড়াই।

ও ছেলে তোর কি দুমুঠো জোটেনি অন্ন?
ত্রিরঞ্জিত পতাকাও দেখ
কত উঁচুতে উড়ছে!
ও যে তোর চোখের জল মুছতে পারবে না।
না না আমাদের সহানুভুতি চাই না
আমাদের কোন অস্তিত্ব নাই
আমাদের কোন মুল্য নাই
অমুল্য এ বিচিত্র দেশে
আমাদের শুধু প্রতিদিন
নিজেদেরকে মানুষ প্রতিপন্ন করার জন্য সংগ্রাম।

ও ছেলে মাথার ওপর ছাদও কি কেউ দেয় নি তোকে?
প্রকৃতির আঁচল দিয়ে আর কত ঢাকবি মাথা!
মাথা বাড়ছে আঁচল যে ছোট হচ্ছে ক্রমশ।
আমাদের ঝড় জল নাই
আমাদের শীত গ্রীষ্ম নাই
আমরা বিদ্যুতের সন্তান
আগুন মেখে উঠে এসেছি
সারা গায়ে প্রতিহিংসার ছাই।
একদিন পৃথিবীও দুভাগ হবে
বিধাতা মুখ ঢাকবে কৃতকর্মের লজ্জায়।
আমাদের শুধু
লড়াই
লড়াই
লড়াই।
=========000=========















 সুমন কল্যাণ মণ্ডল
ত্রশূলাপট্টী, বোলপুর
বীরভূম

No comments:

Post a Comment