সবর্না চট্টোপাধ্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সবর্না চট্টোপাধ্যায়ের কবিতা

একটা মেয়ের গল্প



রোজ একটা আলোর আলপিন এসে স্বপ্নে বিঁধে যায় মেয়েটার। ততক্ষণে চড়ুইটা
ঘুলঘুলিতে কিচকিচ করতেই থাকে....
জল আঁচড়ে মেয়েটা দুহাত উড়িয়ে দেয়।
ঘরের আনাচকানাচ থেকে মুখে করে টেনে আনে ধূলো। চেটে নেয় ধবধবে মার্বেলের মেঝে।
তারপর আঁশবটিতে কুচিয়ে নেয় তার স্বপ্নের বেশ খানিকটা উন্মুক্ত আকাশ।
জ্বলন্ত গ্যাসের সামনে বাষ্প হয়ে উবে যায় শরীরের নোনতাজল। বিন্দুবিন্দু
মেঘ ঘুরপাক খেতে থাকে মাথার চারধারে...
রোজই দুকাপ ধোঁয়াওঠা আদাচায়ের গন্ধে তার 'দাদাবৌদি'র মাথার ওপর সূর্য হেসে ওঠে.....
একরত্তি 'ভাইটি'র সবকিছু সেরেসুরে
শেষমেশ বাথরুমে ঢোকে একবালতি ফেনা মুখেনিয়ে।
তারপর নিরালায় বসে গান লেখে তার কুঁচকে যাওয়া ঠান্ডাহাতে।
রঙীন বুদবুদে ভেসে ওঠে তিনবেলা খেতেপড়তে দেওয়া হাজারদুইমাসমাইনের তার গোছগাছ সংসার।
তাকে ছাড়া এখানে কালবৈশাখী ওঠে...
অথচ, পান থেকে চুন খসলেই চড়ুইটার সাথে তাকেও বুঝি উড়ে যেতে হবে অন্য এক
মানচিত্রের আকাশে...

=============০০০============














Sabarna Chatterjee
Shalbagan, Noapara
Barasat, Kol-125

No comments:

Post a Comment