মিঠু নাথ কর্মকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

মিঠু নাথ কর্মকারের কবিতা

আমার স্বাধীনতা


আমার আনন্দ জুড়ে দুর্ভিক্ষ হাহাকার,
আমার স্বরলিপিতে সাম্যবাদ সোচ্চার,
আমার সুখ ভাসে উপেক্ষিত লোনাজলে,
আমার শব্দ ভিড় করে নির্বাক মিছিলে,
আমার কবিতা ভেজে শোকহীন রক্তস্রোতে,
আমার বিলাসী প্রেম ভাঙে দারিদ্র্যের কশাঘাতে,
আমার বিনিদ্র স্বপ্ন জাগে মেধাবীর লণ্ঠনে,
আমার ইচ্ছেরা ঘুমায় সিলিং এর আলিঙ্গনে,
আমার স্বাধীনতা হতাশায় ধুলিস্যাৎ।
আমার অহংকার শ্রমিকের বলিষ্ঠ হাত |।
++++++++++000++++++++++


Mithu Karmakar
Subhasgram
Kol-- 700146
24Pgs(s)

No comments:

Post a Comment