Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

রাজশ্রী ব্যানার্জীর কবিতা

স্কিজোফ্রেনিক সত্তা

----------------------------------------



ওদের ফোঁটা ফোঁটা ঘাম, রক্ত বিন্দু হয়ে ঝরেছে৷ সেই বিন্দু বিন্দু রক্তের
দামে, কোথাও ফলেছে সোনালি ধান,কোথাও উঠেছে ইমারত৷ ধূমায়িত ভবিষ্যত ওদের
ছুড়ে দেয় অস্তাকুঁড়ে৷ দিন-রাতের শানানো অভিযোগগুলো টুকরো টুকরো করে
কাটতে থাকে৷ স্বপ্ন দেখতে নেই ওদের, তবু সেই নিষিদ্ধ ফল খেতে মরিয়া। জীবন
সাপ-লুডোর খেলায় চাল দেয় ৷ দোসর যাদের দুর্ভাগ্য, তারা শুধু সাপের মুখেই
পড়ে৷ মই কেড়ে নিয়ে মুষ্টিমেয়র উল্লাস৷ কখনও অজান্তেই ঘোগের বাসা হয় লোভের
ঘরে৷ লালসা ডালপালা ছড়ায় ৷ এ গাছ বাড়তে অন্ধকার প্রয়োজন৷ আরও অন্ধকার৷
আরও ঘন৷ ঘনতর হয়৷ কোন চড়াই নেই৷ শুধু উতরাই আর উতরাই৷ খাদের কিনারে
দাঁড়িয়ে ওদের বাঁচার লড়াই৷ আর লড়াই এক টুকরো রুটির জন্য, এক ফালি কাপড়ের
জন্য বা এক চিলতে আচ্ছাদনের জন্য৷ জমা খরচের ঘরে একটা বড় শূন্য৷ চিরাচরিত
শোষণ নিঙরে নিয়েছে ওদের জীবনীশক্তি৷ ওদের জীবন্ত লাশের পাহাড়ের উপর দিয়ে
হেঁটে যাই৷ আমার সত্তা ভেঙে গুড়িয়ে যায়৷ ভয়ঙ্কর স্বার্থমগ্নতায় ঝিনধরা
বিবেক তবু ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করতে ভুলে যায়৷ আমার স্কিজোফ্রেনিক
সত্তা একই বৃত্তের মধ্যে ঘুরপাক খায়৷ মরিয়া হয়ে ওঠে ৷ বারেবারে জানতে চায়
আদৌ কি এই অন্ধকার মুছে যাবে কোনদিন ?

--------------০০০--------------















রাজশ্রী ব্যানার্জী,
ধানবাগান, ঘটকপারা,
মনিরামপুর, ব্যারাকপুর।

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩