শুভাশিস দাশের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

শুভাশিস দাশের কবিতা

তবু সভ্যতা


মানুষ ই পারে মানুষ কে কাছে নিতে
তাঁত কলের মাকু আর সুতোর মতো
শব্দ ও ছন্দের শরীরের মতো কবিতা হয়ে
জ্বলে থাকে আমাদের ভালবাসা গুলো l
আমাদের যাঁরা আট ঘন্টা দিয়ে গেলো
সেই ইতিহাস নির্মম হয়ে রোলার চালায়
এখনও সভ্যতা দূরে দাঁড়িয়ে তর্জনী তোলে
হে মার্কেট তোমার রক্তে জেগে থাকে   সভ্যতার পিলসুজ
আমাদের রক্তাক্ত ফুটপাতে !
-------------------------------------------------------






শুভাশিস দাশ
দিনহাটা
কোচবিহার

No comments:

Post a Comment