তন্ময় পালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

তন্ময় পালের কবিতা

কৃষক



হে কৃষক! কী প্রতিদান পেলে? এত পরিশ্রম করে
বৈশাখের তীব্র দাবদাহে নিজেকে পুড়িয়ে,
আবার বিরামহীন বর্ষায় নিজেকে সিক্ত করে,
সত্যিই কী কিছু পেলে!!
শীতকালে নিজেকে হিমশীতল করে
রুক্ষ্ম ভূমিতে প্রাণ আনতে গিয়ে
নিজের রক্ত করেছ জল।
শুধু নিজে নয়,
বলদগুলোও করেছে বিরামহীন পরিশ্রম,
তোমার আপনজন..তোমার স্ত্রী-পুত্র,
সহ্য করতে পারেনি তোমার কষ্ট।
তারাও কাজে লাগিয়েছে হাত।
হয়ত তারা সবল নয় তোমার মত,
কিন্তু থেমে থাকেনি তারা।
এতকিছুর পরেও প্রাকৃতিক বিপর্যয়
কেড়ে নিয়ে সব, তোমাকে করেছে নিস্বঃ
যেটুকু পেলে তুমি
তারও নায্য মূল্য তুমি পেলেনা।
পারলে না পরিবারের মুখে
ফোটাতে আনন্দের হাসি,
দিতে পারলে না কষ্টের অন্ন।
ঋণের বোঝা কাধে নিয়ে
আত্মহত্যাকে নিলে বেছে।
কিন্তু ভাবলে না, কী হবে তোমার পরিবারের
তোমার অনুপস্থিতিতে সেই জমিই
তাদের বাঁচার আশ্রয়।
তুমি ভাবলে না,
যদি তাদের পরিণতি তোমার মত হয়,
তাদের ও জীবন যদি নেয় কেড়ে
শান্তি পাওনি তুমি পরিশ্রম করে
শান্তি পাবে না মরে।
-----০০-----













তন্ময় পাল
মহিষা, হাবড়া,
উঃ ২৪ পরগণা

No comments:

Post a Comment