তমোঘ্ন নস্করের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

তমোঘ্ন নস্করের কবিতা

মানচিত্র...



তোমাদের আকাশ ছোঁয়া চাহিদা,
অফুটন্ত আদব কায়দা
অফুরন্ত ইচ্ছের জাদুকর হয়ে বেঁচে আছি....
মুখ গুঁজে চোখ বুঁজে একটু একটু করে আয়ুক্ষয় করছি আর
চোখের ঘাম মুছে আয়নাতে
কঙ্কাল ভবিষ্যৎ এঁকে চলেছি বাবু...
তোমাদের সোনার চামচে আমাদের সন্তানরা দু-মুঠো চালের গন্ধ পায়...
খুঁজে পায় বেঁচে থাকার একটা কয়েন....
আরো দিয়ে যাবো
মিষ্টি রক্তের স্বাদ,
আরো মুছে যাবো কষ্টের ফেনা,
লিখে যাবো আপনাদের কয়লাখনি কিংবা চা বাগানের গল্প...
একদিন একটু অন্য রকম ভাবুন,
মনে করুন আমরা বাবু আর
আপনারা শ্রমিক.....দেখবেন ছক বদলে গেছে....
বদলেছে আপনাদের সুখের মানচিত্র....
আপনারা কলঙ্কে আর আমরা
ভরা পূর্ণিমার চাঁদ....
=======০০০=======


©তমোঘ্ন নস্কর
জয়নগর, দক্ষিণ 24 পরগনা,

No comments:

Post a Comment