অশেষ কমল গোস্বামীর দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

অশেষ কমল গোস্বামীর দুটি কবিতা

**** প্যারোডি ****



হেঁটে চলা চার পায়ে নাকি চার হাত
আনুভুমিক মেরুদন্ড........
সভ্যতার শিখরে বসে দেখি
আলোকচিত্রে আবছা অবয়ব মানুষের মতো
তবু আছে ব্যাবধান কিছু........

নগ্নতা জাগিয়ে তোলে শিল্প অনুভূতি
যেমন যেভাবে......
এই বুঝি সেই প্যারোডি,
কিম্বা একাত্মবোধ হাতে পায়ে দিন গুনে যারা
শহরের রাজপথ
অথবা কোন অন্ধকার বনে।

নিতান্তই অমানুষের মতো কিম্বা পাশবিক
হিসেবে লুকিয়ে রাখা প্রান
তোমার উচিয়ে রাখা সব খতিয়ান
পতপত জয়ধ্বজ যত
নিমেষেই করে দিতে পারে আনুভূমিক
মেরুদন্ড সমান।
তাই খুব হিসেবি প্রেসমিট
ভাত আর নুনের হিসাব
ফাইলে লুকিয়ে রাখা বিবর্ণ মুখ
চেপে রাখা সভ্যতার ক্ষত..........।
--------০০০০----------



*** পাশবিক ***


দিব্যি খেলছিলি
যেন তোরই সন্তান
সেই চেনা অপত্‍ব্‍যস্নেহ
অথচ আমি জানি
দূর দূরান্ত থেকেও
ওর সাথে তোর কোন আত্মীয়তা নেই
মিল নেই বর্ন গোত্র প্রজাতির

সমস্ত মানবিক সম্পর্ক গুলোর মুখে চুন দিয়ে
কামড়ে দিচ্ছিলি তার ঘাড়
টেনে ধর ছিলি তার কান লেজ
কি ভাবে যেন মেপে নিচ্ছিস
চোয়ালের জোর
ব্‍যাথা লাগে না যাতে
অবিকল মানুষের মতো
কিন্তু তুই তো মনুষ্যতর!
অতটা উর্বর নয় তোর মাথা
বলে সবাই. ।
আমি কিন্তু স্পষ্ট দেখছিলাম
খেলছিলি তোরা
যে খেলায় হারের অপমান নেই
জেতার পালক ও
আছে শুধু অ - মানুষি বেঁচে থাকার আনন্দ ।
সমস্ত মানবিক চাওয়া পাওয়ার উর্ধ্বে উঠে
ওই টুকু সময় তোর বেঁচে ওঠা
সেও তো অমানুষিক
তারপর ফিরে যাওয়া আস্তাকুড়
উচ্ছিষ্টের গন্ধ শুঁকে শুঁকে
প্রান খোঁজা
নাকি শরীর ধারন?
জানা নেই
আমি তো বুঝি না তোর ভাষা!
--------০০০০---------- 






অশেষ কমল গোস্বামী
গ্রাম :-গোলকপুর, জেলা -বাঁকুড়া

No comments:

Post a Comment