বিপ্লব গঙ্গোপাধ্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

বিপ্লব গঙ্গোপাধ্যায়ের কবিতা

পথে প্রান্তরে


দৃশ্য বদলে যায়
রঙ রূপ রেখা এবং আস্তে আস্তে যে দেখছে
সেও
চোখে সানগ্লাস নিয়ে তুমি স্থির কর্পোরেট সূর্যের আলোয়
ফলতঃ তোমার চোখে পড়ছে না
কারা বাসুকী নাগের মতো ধরে আছে আমূল দুনিয়া ।
পোশাক পাল্টায় চোখের আদলে কিছু ভিন্নতার দাগ

এই বদলে যাওয়া চারপাশ
পর্ব থেকে পর্বত
পর্বত থেকে পাথর
পাথর থেকে প্রাসাদ ।

মানুষের সভ্যতার শুরু হয়েছিল অরণ্যে গুহায়

তারপর আস্তে আস্তে নদীতীর খুঁজে নেওয়া
পথ ও প্রান্তর ধরে হাঁটতে হাঁটতে হাইওয়ে ।

প্রান্তজীবি মানুষেরা সভ্যতাকে এতদূর বয়ে নিয়ে এল অথচ তাদের তুমি
অসভ্য বর্বর ভাবছো হায় আস্ফালন।

প্রকৃত শিল্পী থাকে উদাসীন মেঘের আড়ালে
নীরবে অন্ধকারে একা
ছায়া মেখে আলো লিখে চলে।
--------০০০-------












বিপ্লব গঙ্গোপাধ্যায়
আদ্রা, পুরুলিয়া

No comments:

Post a Comment