অনুরূপা পালচৌধুরীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

অনুরূপা পালচৌধুরীর কবিতা

 আতস কাঁচের পুতুল

রক্ষিত মাটির ক্ষুধার্ত আত্মা বিক্রিত কুয়াশার পথে

ব্যাচে আদিম পৃথিবীর উন্মাদ সফলতার বিষগন্ধ

       আদিমতার রক্তাক্ত কোষ প্রাচীর ভেদে

জন্ম নেয় সভ্যতার উদাত্ত নখের মৈথুনআলো

          রক্ত-মাংসের পতাকায় পুড়তে থাকে

          অজস্র ধারকের ছেঁড়া শীতল নাভি 

শোষিত গণতন্ত্রের যৌনতায় পুড়ে ওঠে বাসি পেটের ফসল

       রোজ রাতের বিকার গ্রস্থ বালিশের চোখে

       লেগে যায় অভুক্ত সহবাসের কঙ্কালচিত্র

দেরাদুনের বাজারে তখন মৌমাছির দুর্মূল্য জননাঙ্গের চাষ

২পায়ে মানুষ দৌড়ায়,আমিও ছুটি তার পেছনে পৃথিবীর টুঁটি চিপে

 ক্রমশঃ জরায়ু সেলাই করি স্বাধীনতার ভয়ে
=======000======

















অনুরূপা পালচৌধুরী

No comments:

Post a Comment