সুদীপ্ত মণ্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সুদীপ্ত মণ্ডলের কবিতা

             আমাদের রক্ত স্রোতে



আমার কৃষ্ণচুড়া কাপে
মুক্তি বেদনায় থরথর
কারাগারের শৃঙ্খলা থেকে
থেকে মুক্ত চায় আমার আমি
বিশ্বলোকের নিখিল বেদনায়
রক্ত পলাস ঝরে যায়
আমার হৃদয়ের গভীরে কোথাও
কারাগারের দেওয়াল্গুলো
ভাঙতে থাকি প্রবল প্রতিস্পর্ধায়
স্লোগান থেকে স্লোগানে মুখোরিত
দৃপ্ত কন্ঠস্বর আমাদের
মে দিবসের গানে গানে
জাগে অন্য প্রত্যয়
জাগো জাগো বিশ্বমানবের
মুক্তি বেদনায়
প্রতিবাদ প্রতিরোধে
চলো অন্যায়ের পাহাড়্গুলো
ডিঙাই আমরা
আমাদের রক্ত স্রোতে
লেখা হবে আরেক ইতিহাস।

-------------------


 আর কত কান্না


আর কত কান্না
জড়ো হবে এখানে
মাটি কাঁদে মানুষ 
কাঁদে এখানে
রাষ্ট্র কেবল
শোনায় সান্তনার
প্রবোধ বাক্য
ঝক ঝকে উন্নয়ন
আর বিজ্ঞাপন বাক্যে
শুধু ভোলাতে চায়
শাসকের মাপা কান্না
হাসিতে আর ভুলছি না
কান্নার বদলে
আগুন জড়ো করি
এ ভিজে বুকে
তোমাকেও পোড়াতে
পারি আমরা।
 --------------------------




   SUDIPTA MONDAL
   27,shakespear sarani
   kolkata -700017



No comments:

Post a Comment