আমাদের রক্ত স্রোতে
আমার কৃষ্ণচুড়া কাপেমুক্তি বেদনায় থরথরকারাগারের শৃঙ্খলা থেকেথেকে মুক্ত চায় আমার আমিবিশ্বলোকের নিখিল বেদনায়রক্ত পলাস ঝরে যায়আমার হৃদয়ের গভীরে কোথাওকারাগারের দেওয়াল্গুলোভাঙতে থাকি প্রবল প্রতিস্পর্ধায়স্লোগান থেকে স্লোগানে মুখোরিতদৃপ্ত কন্ঠস্বর আমাদেরমে দিবসের গানে গানেজাগে অন্য প্রত্যয়জাগো জাগো বিশ্বমানবেরমুক্তি বেদনায়প্রতিবাদ প্রতিরোধেচলো অন্যায়ের পাহাড়্গুলোডিঙাই আমরাআমাদের রক্ত স্রোতেলেখা হবে আরেক ইতিহাস।
-------------------
আর কত কান্না
আর কত কান্নাজড়ো হবে এখানেমাটি কাঁদে মানুষকাঁদে এখানেরাষ্ট্র কেবলশোনায় সান্তনারপ্রবোধ বাক্যঝক ঝকে উন্নয়নআর বিজ্ঞাপন বাক্যেশুধু ভোলাতে চায়শাসকের মাপা কান্নাহাসিতে আর ভুলছি নাকান্নার বদলেআগুন জড়ো করিএ ভিজে বুকেতোমাকেও পোড়াতেপারি আমরা।--------------------------
SUDIPTA MONDAL
27,shakespear sarani
kolkata -700017
No comments:
Post a Comment