তপন কুমার মাজির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

তপন কুমার মাজির কবিতা

"শ্রমের মূল্য"



কর্মঠ কৃষকের রক্ত ঘর্মাক্ত শরীর বেয়ে
জল হয়ে ধরণীর বুকে ঝরতে শুরু করলে
পাকা শস্যের ঘ্রাণে মূর্চ্ছিত হাসিরা যেমন
ক্ষুধিত প্রাণের কুঞ্চিত ঠোঁটে খেলতে
শুরু করে দেয় লুকোচুরি--

তেমনি শ্রমিকের উদয়াস্ত হাড়ভাঙা খাটুনিতে
কারখানার উত্তপ্ত চুল্লিরা পরাহত হলে পরে
মুহূর্তের মধ্যেই নির্বাপণ হতে শুরু করে
দীর্ঘ পোষিত বেহিসেবি জঠরানল,

আবার মুটে-মজুরদের অক্লান্ত পরিশ্রমে
ভয়াল দুঃস্বপ্নরা যেমন একদিকে হয় পশ্চাৎমুখী
তেমনি অন্যদিকে রঙিন ডানায় ভর করে
অভাবী উঠোনে নৃত্য-গীতে সামিল হতে শুরু করে
ইচ্ছেছানাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নীল আশা--

এমনি করেই বহু কষ্টার্জিত শ্রমের বিনিময়ে
বোধীসত্ত্বায় উপলব্ধি করা যেতে পারে--
জীবনের প্রকৃত মূল্য, বেঁচে থাকার স্বর্গীয় আনন্দ
-- পৃথিবীকে নিজের মতো ক‍রে
বাসযোগ্য করে তোলার সুন্দর প্রয়াস।
------------------------------------------------------------------















Tapan Kumar Maji
Court more, Hindusthan Park,
Asansol--04, Burdwan ( w )

No comments:

Post a Comment