শঙ্কর নাথ প্রামাণিকের অণুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

শঙ্কর নাথ প্রামাণিকের অণুগল্প

কাজের মানুষ


ট্রেনে করে তারাপীঠ থেকে ফিরছি।তিনদিনের ছুটি কাটিয়ে মহানন্দে।হঠাৎ আমার
সামনের সিটে একটা কুচকুচে কালো মেয়ে এসে বসলো।হাতে বেশ বড়ো একটা টিফিন
কৌটো;অসম্ভব নোংরা।তবে কালো মুখটা বেশ মিষ্টি।জ্যোৎস্নার মতো প্রশান্তি সমস্ত
মুখমন্ডল জুড়ে।
------কোথায় যাবে?
-----ইস্টিশনে ,যেখানে পাথর ভাঙছে।
----মানে?
-----আমার সোয়ামী ঐখানে কাজ করে।আমিও
করি।রোজ খাবার নিয়ে যাই।
"তো......ইস্টিশন এর নাম জানো না?" সামান্য হাসলাম।
-------না,তবে ইস্টিশন এলে বুঝতে পারবো।পাথরের ঢেড়ির ওপর ও দাঁড়িয়ে হাত
নাড়বে।ঐটাই আমার ইসটিশন।
পাকুড় এলো।
জানলা দিয়ে মেয়েটি বাইরে তাকিয়ে আছে চাতক পাখির মতো।দূরে একটা পাথরের ঢিপির
ওপর একটা বেশ স্বাস্থ্যবান পুরুষ দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। মেয়েটি হাসিমুখে উঠে
চলে গেল।
ট্রেন পাকুড় স্টেশন এ থামলো। এক ঝাঁক মেয়ে মানুষ অন্যান্য বগী গুলো থেকে নেমে
হাঁটা দিলো ঘর ঘর করে শব্দ করতে থাকা মেশিনগুলোর দিকে।প্রত্যেকের হাতে একটা
করে বড়ো টিফিন কৌটো । সারা দিনের খাবার।আর মুখে অফুরন্ত হাসি।
---------x-------








শঙ্কর নাথ প্রামাণিক

No comments:

Post a Comment