প্রিয়দর্শী চক্রবর্তীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

প্রিয়দর্শী চক্রবর্তীর কবিতা


  দুশো বছরের ছায়াবৃক্ষ  

  (স্মরণে বরণে কার্ল মার্কস)


Image result for karl marx













তুমি এসেছিলে বলে...

তুমি এসেছিলে বলে কাঠফাটা রোদে আকাশ ভেজানো বৃষ্টি,
মেঘের আদরে কৃষকের স্নান, বুক বেঁধে বাঁচে কৃষ্টি।
তুমি এসেছিলে বলে বৃন্তেশাখায় কৃষ্ণচূড়ার লাল,
মেহনতি ঘামে ঘনায় প্লাবনে পূর্ণচাঁদের কাল !
তুমি এসেছিলে বলে অনাহার তবু আজন্ম পথে হাঁটে,
স্বপ্নপ্রলেপে যৌথ খামার নিশান ওড়ায় রাতে।
তুমি এসেছিলে বলে দিনদুনিয়ায় ঘুরছে রথের চাকা
প্রগতির ঢঙে সারথী মানুষ রামধনু রঙ মাখা।
তুমি এসেছিলে বলে সংবেদ আজও আজানেই খোঁজে মন্ত্র,
নীলকন্ঠেও বিষ মুছে দিয়ে বুনে যায় গণতন্ত্র...।

তোমার সঙ্গে সখ্য আমার মহাকাল গিঁটে বন্দি
ইতিহাসই জানে, কিসের উজানে ছুঁয়ে যায় এই সন্ধি...!
তুমি আসবে বলেই-ই...
---------------000-------------------















প্রিয়দর্শী চক্রবর্তী
দেশবন্ধুনগর, বাগুইআটি
কলকাতা-700059

1 comment: