মনীষা করের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

মনীষা করের কবিতা

শ্রমিক দিবস জিন্দাবাদ



সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা
মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের
সুখ কিনি,
তোমাদের জন্য অট্টালিকা বনাই,
কিন্তু আমাদের মাথা গোজার নেই ঠাঁই,
সুখ না চিনি ।

তোমরা গাড়ি চড়বে বলে আমরা
চওড়া চওড়া রাস্তা বনাই,
আমরা এত যে অসহায় দেখ, আমাদের
কাছে একটা সাইকেল ও নেই ।

কল কারখানায় সারা দিন রাত কাজ
করে তোমাদের জন্য সুন্দর সুন্দর
কাপড় বনাই,
ভাগ্যের বিড়ম্বনা তো দেখো, কখনো কখনো
আমাদের শরীর ঢাকার জন্য এক টুকরো
কাপড় কেনা ও মুস্কিল হয়ে যায় ।

কখনো সম্ভব হলে আমাদের দিকে একটু
চেয়ে দেখো, বুঝবে আমরা কত সফল,
আমাদের বাচ্চা গুলো কেমন রাস্তায় রাস্তায়
ঘোরে, গায়ে নেই জামা, পায়ে নেই চপ্পল ।

তোমাদের সুখের জন্য আমরা সব স.... ব
কিছু পারি করতে,
তোমরা কি পারোনা আমাদের একটু মানুষ
বলে ভাবতে ? একটু ভালো বাসতে ?
আপন ভেবে একটু ভালো বাসতে ?

***********************************













Manisha Kar
459/20 katra dhanpat rai, Azadpur,
Delhi-110033

No comments:

Post a Comment