সোনালি মণ্ডল আইচের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সোনালি মণ্ডল আইচের কবিতা

গোঁফওয়ালা বেড়ালের নাম -



সি সি ক্যামেরার ফুটেজ থাকবে শূন্য
আঙুলের ছোঁয়ায় বাজবেনা ডোরবেল
ভুল করে বেজে উঠলেও
দরজার ওপারে থাকবেনা কেউ

আবার আগাছায় ভরে যাবে

সবার উপর সার্বভৌম সত্য ভুখ
মেটায় লাঙল বীজ চারা ফসল
পিচ গলা রোদ লিখছে বৃষ্টির বার্তা

শুনে আগুনে তৃষ্ণা নিয়ে
বৃত্তবন্দী প্রতি প্রাণ ঋণের তমসুক হাতে
কিষান মজদুর এক জোট হয়ে দই পাতে
তারপর আসে নেপো ...
------------000------------









©Sonali Mandal Aich
Jadavpur, Kolkata.

No comments:

Post a Comment