আবদুস সালামের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

আবদুস সালামের কবিতা

বাক্সবন্দী মুখের ভাষা



বাঁচার উল্লাসে জাপটে ধরি বিশ্বাস
সংশয় তাড়া করে
খুলে পড়ে মানবিক পোশাক
বন্যমানুষ দাঁত খিঁচোয়

আমরা জানিনা কোথায় আমাদের শিকড় ?
চৌকাটে পা বাড়ায় জাগরণ
অথচ সাহস নেই বলে সংশয় হাততালি মারে
দম ফুরিয়ে যায়
আঁকুপাঁকু করি, ভাষা হারিয়ে যায়

মূল্যবোধের স্তরে ভাসে নির্বোধ শূন্যতা
সেদ্ধ হয় অন্তর
জানি ওরাও নাকি মানুষ ছিলো---
(অত্যাচারের জগদ্দল পাথর থাকতো বুকে চাপা)

চৈতন্যের কুশলতায় আঁকা হয় নিষাদের চিহ্ন
বৈভবের উত্স খুঁজে চলেযায় দাসনগরে
(ওদের অত্যাচারের জন্য নিয়োজিত হত দাসমস্তান)
তাই তো গর্জে উঠেছিল স্পার্টাকাশ
(লাল সেলাম তোমাকে )

শূন্য কেটে কেটে উঠছে ভাষা
বিউগল বেজে ওঠে
সভ্যতার লাঙ্গল বয়ে ক্লান্ত আধমরা মানুষ,
বাক্সবন্দী হয় মুখের ভাষা
শূন্য রঙের আহ্লাদ মেখে পাড়ি জমায় শূন্যের দেশে

সভ্যতার পাঠশালায় ওদের ঠাঁই নেই
দলছুট পড়ুয়াদের মতো ক্লান্তির বিকারে
গেয়ে ওঠে গান ছলনা মাখা কোকিল
       ----@@@----










আবদুস সালাম
প্রয়াস শ্রীকান্ত বাটি মাদারল্যান্ড
রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ

No comments:

Post a Comment