সোমের কৌমুদীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সোমের কৌমুদীর কবিতা

মে দিবসের গান



সভা, সেমিনার থেকে বেরিয়ে "মে দিবসের গান"
ঠাঁই নেক শ্রমিকের ঘরে, শ্রমিকের মুখেেবি
গানের সুর ছড়িয়ে পড়ুক বিশ্বের পরতে পরতে।


মে দিবসের গানের সুর স্নিগ্ধতা ছড়াক
কলকারখানার গুমোট পরিবেশের উষ্ণ বাতাসে
গানের সুর ছন্দ তুলুক সোনালি ফসলের ক্ষেতে।


মে দিবসের গানের সুরে ধারালো হোক লাঙ্গলের ফাল
মে দিবসের গানের সুরে শক্তি পাক হাতুড়ির হাতল।


মে দিবসের গান স্টুডিওর শিল্পী নয় শ্রমিকরা গাক
মে দিবসের গান শ্রমিকের কণ্ঠে বিশ্বে স্বার্থকতা পাক।

  ---------০০০-----------















সোমের কৌমুদী
বাংলাদেশ

No comments:

Post a Comment