নিরাশাহরণ নস্করের কবিতা ।। উৎস-মানুষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

নিরাশাহরণ নস্করের কবিতা ।। উৎস-মানুষ

  

উৎস-মানুষ


১.
অ-সভ্য গর্তের গর্ভগৃহে
থরে থরে শক্তি জমা থাকে

শ্রম আর সহিষ্ণু কলম লেখে
দিস্তা দিস্তা ইতিহাস

আঁতুরঘর থেকে হামাগুড়ি দিন
দুপায়ের দৌড় থেকে ডানার উড়ান
শ্রমের মুষ্টিতে বাঁধা সভ্যতার প্রাণ...

২.
সকালের ঝি-স্পেশাল ট্রেনে
শহরে আসে মালতী-মাসি
অবৈধ ছোঁয়াচ বাঁচিয়ে
কেচে দেয় 'বাবুদের' নোংরা খোলস
লাঙলের ফলার সাথে জান বেঁধে
'মুনাফা' ফলায় করিম চাচা
অ-সভ্য খোপের পায়রা ঠোঁটে ঠোঁট রাখে
স্বপ্নের মায়াবী আলোয় দেখে সন্ততির মুখ...

ওরা কি জানে---
লাট্টু-ধরার লেত্তি ধরা
ওদেরই মুষ্টিবদ্ধ হাতে???

********************













--নিরাশাহরণ নস্কর
সম্পাদক, নবপ্রভাত।

No comments:

Post a Comment