অরিন্দম দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 15, 2018

অরিন্দম দাসের কবিতা

"কোথায় অধিকার শ্রমিকের"



শ্রমিকেরা আজও অসহায়, আজও পরাধীন
মে দিবস কি শুধু ছুটির দিন।
দিন আসে, আবার দিন চলে যায়
শ্রমিকেরা দিয়ে যায় শ্রম ।
কখনও মাথার ঘাম পায়ে ফেলে,
আবার কখনও নাকের ঘাম জামায় মুছে।
তবুও তারা দিয়ে যায় শ্রম অবিরল ভাবে
দিন কে রাত, রাত যে দিন করে।
শ্রমিকের রক্তে গড়ে ওঠে,
বড়োলোকের রাজপ্রাসাদ।
আর সেই শ্রমিক কে হতে হয় বঞ্চিত,লাঞ্ছিত
কবে হবে এই বঞ্চনার শেষ ?
কবে পাবে মেহনতি মানুষ
তাদের পূর্ণ অধিকার ?
না কাজ হারানোর ভয়ে
গ্রাস হতে হবে নিত্যদিন।
অথচ সময়ের ভাঙাগড়া খেলায়,
যখনই ধরেছে চিড়,
ধরিয়েছে হাল, মেহনতি সেই মানুষ ।
আধপেটা খেয়ে কাটিয়েছে রাত,
শরীরের লজ্জা ঢেকেছে ছেঁড়া কাপড়ে ।
শ্রদ্ধা রইলো আমার শ্রমজীবী,
মেহনতি সেই মানুষদের ।।

----------------●●●●●------------------
















Name =Arindam das
Vill+p.o = Takipur (Duckbanglo)
P.s = Rejinagar
Dist = Murshidabad

----------------●●●●●----------------

1 comment: