সুতপা পুততুণ্ডর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 15, 2018

সুতপা পুততুণ্ডর কবিতা

   সভ্যতা



কে তুমি অলক্ষ্যে হাসো? বিরহী ফাগুন!
চরাচর জুড়ে ওঠে দাউদাউরব, আগুন আগুন!
ধংসের লেলিহান শিখা কে ঢোকালো তোমার মগজে?
যত শেখানো বুলিতে কাজ করো অন্যের গরজে!
বেশ তো ছিলে কাঁচা মাংস খেতে, আর বল্কলে লজ্জা পরিধান!
খুব কি দরকার ছিলো সভ্য হবার?
তাই তো মানুষে মানুষে এত ব্যবধান!
এখন সুখের অন্বেষণে অসুখে অসুখে ভরে যাচ্ছে
এ বিশ্ব সংসার!
আদিম সভ্যতাই ভালো ছিলো! ছিলো না কোন
রাজনৈতিক দরবার!
বেশ তো ছিলাম! সূর্যের অকলঙ্ক আলো ভাগ করে নিতাম!
কে তুমি আনলে!এই চক্রব্যুহয়! অভিমন্যুর মত আমরা
পথ হারালাম!
-------000-------












sutapa putatunda
ichapur nowabganj
ramchandra path
north 24 porgona

No comments:

Post a Comment