মোঃ মোশাররফ হোসেনের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 15, 2018

মোঃ মোশাররফ হোসেনের কবিতা

শ্রমিকের


আবার আসিবে কবে নজরুল
গাহিবে সাম্যের গান,
১লা মে রাখিবে শ্রমিকের
ঘড়ধানে, রাখিবে হাতে হাত
শ্রমিকের সুরে মিলাবে সুর।
উচু করে শির, বলবে
অত্যাচারী মালিকের তরে
দেখ পড়ে সেই নীতি,
আজও করনি দুর বর্বর রীতি
কেন বা সেই
আমরা শ্রমিক মাঠে নেমেছি!
আট ঘন্টা যেথায়,
সেথায় করাও ইচ্ছে স্বাধীন ডিউটি
নাহি দাও কোন কর্ম বিরতি;
বহিতে হয় অজস্র ক্লান্তি
মাথার ঘাম পায়েতে পড়ে
কর্নের প্বার্শে ধরে সারি সারি।
যবে হবে অত্যাচার, অত্যাচারী ক্লান্ত
তবে হবে কর্ম ধারা উন্নতি শ্রান্ত।


********************************

মোঃ মোশাররফ হোসেন
মঙ্গল খার কান্দি
জাজিরা, শরিয়তপুর
বাংলাদেশ

No comments:

Post a Comment