পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৫তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩০ জুলাই ২০২৩

ছবি
 সূচিপত্র শ্রাবণ সংখ্যার জন্য একটি প্রবন্ধ ।। কবিতায় বর্ষা যাপন ।। শংকর ব্রহ্ম তিনটি কবিতা ।। নিমাই জানা কবিতা ।। অরণ্যকন্যা ।। অরিন্দম চট্টোপাধ্যায় ছড়া ।। শ্রাবণের গান ।। দীনেশ সরকার দ্বিভাষিক কবিতা বিষয়ক কিছু কথা ।। রণেশ রায় ছড়া ।। যায় আর আসে ।। বদরুল বোরহান কবিতা ।। আকাশ থমকে গেছে ।। সুনন্দ মন্ডল কবিতা ।। ভিখারী ।। জয়িতা চট্টোপাধ্যায় গল্প ।। সন্তান ।। প্রণব কুমার চক্রবর্তী ছড়া ।। যখন থাকি একা ।। মানস চক্রবর্তী ছোটগল্প ।। চোখের আলোয় চেয়ে ।। সৌমেন দেবনাথ দুটি কবিতা ।। মহাজিস মণ্ডল কবিতা ।। পাথর ।। তন্ময় দেবনাথ কবিতা ।। বাস্তবতার ক্যানভাসে ।। বিশ্বজিৎ কর কবিতা ।। ফাঁসজাল ।। বিবেকানন্দ নস্কর ছড়া ।। গুঁতোগুঁতি ।। বদ্রীনাথ পাল ছড়া ।। ঠিক তালে ।। কার্ত্তিক মণ্ডল কবিতা ।। অভাগা ।। নিরঞ্জন মণ্ডল কবিতায় নদিয়া-কথা ।। সবিতা বিশ্বাস কবিতা ।। গানের গুঁতোয় ।। গোবিন্দ মোদক তিনটি কবিতা ।। সুশান্ত সেন কবিতা ।। সুর পরিবর্তন ।। নিবেদিতা দে কবিতা ।। বটবৃক্ষ কাহিনি ।। তীর্থঙ্কর সুমিত গল্প ।। জীবন দান ।। মিঠুন মুখার্জী কবিতা ।। তোমাকে ।। গৌতম স

শ্রাবণ সংখ্যার জন্য একটি প্রবন্ধ ।। কবিতায় বর্ষা যাপন ।। শংকর ব্রহ্ম

ছবি
কবিতায় বর্ষাযাপন  শংকর ব্রহ্ম ------------------------------------- --------------------------- --------------------------- ষড়ঋতুর বৈচিত্রে,বাংলাদেশে বর্ষা যেভাবে কিশোরী লাবণ্যে জেগে থাকে,আর কোন ঋতুতে তেমনিভাবে থাকে না।বর্ষা নিয়ে বাংলা সাহিত্যে যত রূপে ও যত আঙ্গিকে লেখা হয়েছে, আর কোন ঋতু নিয়ে ততটা হয়নি।                  বর্ষার স্নিগ্ধ লাবণ্যময় পরিবেশে কবিদের হৃদয় উদ্বেল হয়ে উঠেছে যুগে-যুগে । মায়াময় অলকাপুরীতে কবি মন বারবার ছুটে গেছে।                                 বর্ষায় কবি-মন যেন নেচে ওঠে ময়ূরের মতোন। পেখম তুলে নেচে ওঠে অদম্য এক যৌবন স্পর্ধায়। শব্দে, বাক্যে, ছন্দে, তালে, রূপ-রস-গন্ধ মিলিয়ে ব্যক্ত করেন দৃষ্টিগত রূপের বৈচিত্র্য। সৃষ্টি করেন বর্ষার অপরূপ রূপকে নিয়ে শব্দের এক অনন্য নৃত্যকলা। কবি তার কবিতায় একবার বৃষ্টির ফুল কুড়ান তো, আবার মেঘের মালা গাঁথেন। একটু পরই আবার মেঘের আড়ালে উকি দেয়া সূর্য কবিকে নিয়ে চলে যান ঝিলের কাছে, বিলের কাছে, কলসি কাঁখে রমণীর রমণীয় ঘাঁটের কাছে। কবি সে রূপে বিমোহিত হয়ে,তাকে উপমা করে কবি রচনা করেন মনের অমৃত সুধা। বাংলার কবিরা প্রায় সকলেই বর্ষাকে নিয়ে একাধিক