Featured Post
কাল্পনিক সংলাপ ।। রঙের খেলা।। পারিজাত ব্যানার্জী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
পারিজাত ব্যানার্জী
আবির: চল, আজ দোল খেলে আসি গিয়ে রঙিন!
রঙিন: ভর দুপুরবেলা! যা রোদ চারদিকে! পুড়ে ঝামা হয়ে যাবো তো রে আবির!
আবির: তুই বড় বেশি রংহীন! কি ভেবে যে তোর নাম 'রঙিন' রেখেছিল কাকু কাকিমা, বুঝিনা একদম!
রঙিন: আমার নাম মোটেই আমার মা বাবা রাখেনি! রেখেছিল ঠাকুরদা! তাও, কারণটা ছিল বড্ড অদ্ভুত! ঠাকুরদা তখন বাড়ির রং করাচ্ছিলেন. নাতি আসবে এই আশায়; জন্মে গেলাম আমি! সবাই যখন ওনাকে বলল; "অরে বাহ্, আপনার বাড়িতে রং করলেন, দেখুন, লক্ষ্মী এলো!" উনি বিমর্ষচিত্তে বলেছিলেন, "ভারী তো রঙিন এলি, আমার সব স্বপ্ন ভাসিয়ে দিলি!" ব্যাস, সেই থেকে 'রঙিন'!
আবির: তোকে এটা কে বলল? তোর খারাপ লাগেনি?
রঙিন: হ্যাঁ, লেগেছিল তো! তবে কথাটার জন্য নয়! বাবাও যে মনে মনে দীর্ঘশ্বাস ফেলত, সেটা জেনে! আর গল্পটা কত রসিয়ে রসিয়ে বাড়ির বড়রা বলত, সেটা ভেবে.
আবির: ছেলে হয়ে কি পাকা ধানে মই দিলাম আমি! সেই তো বেকার, ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াই! তুইই তো বরং স্কলারশিপ পেয়ে আমেরিকা চলে যাচ্ছিস!
রঙিন: সে দেখার জন্যে কে আর বসে আছে বল! ঠাকুরদা তো কোন কালে পরলোকে ল্যান্ড করে গেছে. বাবা মায়ের ডিভোর্সটাও হয়ে গেল আজ পাঁচবছর. আমি নিজের মতো থাকি; একলা একলাই রঙের নেশায় মাতি. জানিস, প্রথম প্রথম বেশ বোকা বোকা লাগত, মোর যেতে ইচ্ছে করত খুব! এখন বেশ আরাম লাগে নিজের মুখে আবির মেখে নিতে! নিজের মতো করে! কাউকে তোয়াক্কা করার আর ধারই ধারি না আমি!
আবির: (হেসে) সেই! তুই তো চলে যাবি রঙিন, শুধু ভাবছি, আমি দোল কিকরে খেলব এবার? বেশ হতো, যদি যেতে পারতাম তোর সাথে! তোর বেহিসেবের দুনিয়ায়!
রঙিন: ধুর পাগল, আমার আবিরকে এখানে ছেড়ে যাচ্ছি; রং যে সব ফিকে আমার! পড়াশোনাটা শেষ হোক একবার; ফিরব তোকে নিয়ে যেতে সাত সমুদ্র পাড়, তখন তো রোজ হোলি আমাদের!
আবির: নারে রঙিন, হিসেবটা তাহলে তো গুলিয়ে যাবে বড্ড! আবির রঙিন করে সবাইকে.. এটাই নিয়ম! আবিরকে রাঙানোর রং 'রঙিন' কোথায় পাবে? তার চেয়ে বরং আবির দোল খেলুক এই বঙ্গদেশে চিরকাল! তুই রাঙিয়ে দে সারা দুনিয়া!
রঙিন: পাশাপাশি থাকব আমরা তবু মিলব না কোনোদিন?
আবির: কে বলেছে মিলমিশ খাব না আমরা! দেখা তো হবেই তোর সাথে নেড়াপোড়ায়, দোলপূর্ণিমায় !!!
পারিজাত ব্যানার্জী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন