তিনটি কবিতা ।। দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

তিনটি কবিতা ।। দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী




 ১. বিষ


চৌচির  দালানের আশ্রয় স্থলে
খুলে রেখেছো বিষদাঁত খোলস
সেখানের অসমাপ্ত জলসায় 
শেষরাতের ছোবল স্মৃতি 

দেওয়ালের নিস্প্রান তেলছবি
ঘসে যাওয়া মুখ দিব্বি হাসছে
বাঘ মেরে গোঁফে তা দিচ্ছে
একছাদ পায়রারা দানা খায় আজন্মকাল। 

২. ফুটপাত 


ফুটপাতে আশ্রয় নিয়েছে পৃথিবী 
কালো রাত্রি বিশাল চাদর
ল্যাম্পপোস্টর থেকে বিষাদ আলো
সেকেন্ডর কাটায় ছবি আঁকছে প্রহর

মাথা গুনছে চকিতে চকমকি চোখ
 হেডলাইটের ঠিকরে পড়া আলো 
খুঁজছে না আর নিজের লোক..



৩. মাকড়সার গল্প


জাল পাতা আছে  প্রতিটা কোনায়
ওখানে আটকে যায় ললিপপ ভোর
মাসকাবারি ফর্দ 
সিড়ির নীচের জালে খয়ে যাওয়া সুকতলা 
আরেকটা জালে দোলখায় তালি মারা ব্যাগ
তার ভিতরে ফাও পাওয়া দুটো লংকা...

No comments:

Post a Comment