কবিতা // আব্দুর রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // আব্দুর রহমান



কুয়াশার ভেতর জেগে থাকে



বিছানায় শুয়ে আছি চারিদিকে অন্ধকার বন্যার ঢেউ রাঙা মাটির মতো কুয়াশার  ভেতর
সূর্য  আত্মগোপনে  রত অভিসার যাপন
কাচের সার্সির গায়ে ঝরে পড়ে রতি অশ্রু
বাসি বিছানার নরম  মনের কথা মনে পড়ে
ছড়িয়ে পড়ছে ঢেউ  পাত তুলে ধরে খেলে
আকর্ষণ রাত গেল এলো সুহানা শরীরে ক্লান্তি
যৌবনের নেশা শূন্য ভোর   বুকের উপর শুয়ে 
ভালবাসার আঁচল  শব্দ তুলে  কাচের সার্সিতে
ঝরে পড়ে রতি অশ্রুজল  দুধের সাগরে ভেসে যায় প্রথম প্রেমের উদ্ভাসিত ক্যানভাস আমার প্রেমের মৃত্যুর
ভোর , বন্যার ঢেউ রাঙা কুয়াশার ভেতর জেগে থাকে

            ************************************* 

আব্দুর রহমান
গ্রাম -আলতাবরতলা
পোঃ -ভগবানগোলা
জেলা -মুর্শিদবাদ
পিন -742135
মোবাইল নং 8250788035

 

No comments:

Post a Comment