কবিতা // ইন্দ্রাণী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // ইন্দ্রাণী পাল

 

দিনলিপি


এক একটা সুখের দিন খচখচ করে
আর আমি একটা পোড়ো বাড়ির সামনে বসে থাকি
মুড়ি আর মিছরি নিয়ে
এখানে মানুষেরা খুব তাড়াতাড়ি হাঁটে
ছায়ার ভিতর ছায়া দীর্ঘতর হয়
আর বিদেশী মেয়েরা কুকুর নিয়ে ঘুরতে বেরোয়
আমিও হাঁটতে থাকি
পিছোতে পিছোতে একটা খাদের ধারে এসে দাঁড়াই
একটা চোখ নেমে যায় অন্ধকারের ভিতর।
 
************************************************************

Indrani Pal
Vill-Janai (Samanta Para)
P. O.-Janai 
Dist.-Hooghly
Pin-712 304

No comments:

Post a Comment