কবিতা ।। পার্থ সারথি চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। পার্থ সারথি চক্রবর্তী




ভীড় করে আসা ভাবনারা নাকি দুর্ভাবনা 

               

       (১)

উত্তরণের পথ খুঁজতে গিয়ে 
            পড়ে যাই গোলকধাঁধায় 
মনে মনে বেশ জোরেই
            হাততালি দাও তুমি।
আমি অসহায়ভাবে তাকাই 
            পরিবর্তনের দিন গুনি;
ক্লান্ত বিকেলের শেষ লগ্নে 
            দু'জনে দু'দন্ড গল্প করি।
 
      (২)

আলেয়ার পেছনে ছুটতে ছুটতে 
            তুচ্ছ করি স্বপ্ন, আকাশ 
তন্দ্রাচ্ছন্ন মন আশ্রয় খোঁজে 
            ঘুমপাড়ানি বড়ির কাছে।
বুকজুড়ে ছড়িয়ে থাকার ভাবনা
            হিপনোটাইজড্ হয় সানন্দে।
প্রতি সন্ধ্যায় আবার ফিরে আসে
            তুলসীতলার প্রদীপ হয়ে।

     (৩)

মাঙ্গলিক রীতির কাছে সহজেই-
          হার মানছে মানবিক ন্যায় 
পাখিরা আকাশে ডানা মেলে 
         স্বাধীনতায় উদ্বেল হয়ে।
নীরবে উড়ে যাওয়া দে'খে
          অদৃশ্য ডানা ঝাপটাই সজোরে;
শিহরণ খেলে যায় আকাশে
          একবিন্দু সরণ ছাড়াই।

----------------------


     (৪)

মুমূর্ষু নদীর নিঃশ্বাসের মধ্যে 
          লেখা আছে যাবতীয় সংগ্রাম 
অনলাইনে করা প্রেমের মতো 
          ফুরিয়ে যায় অচিরেই, 
দু'চোখ ভরে সাজানো উপহার 
          নির্লোভ পথিককেও করে মোহিত,
আকাশের কালো মেঘের ছন্দেও
          জীবনের তরঙ্গ খুঁজি নদীরই মতো।

.............🙏............

No comments:

Post a Comment