কবিতা ।। সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। সুনন্দ মন্ডল

              

  সমর্পণ

                ‎  

মাটির গভীরে চলে যায় শিকড়
গাছ নিজেকে তখন সর্বশক্তিমান ভাবে।
আকাশমুখী ডালপালা ছড়িয়ে
জড়িয়ে রাখতে চায় সৃষ্টির কৌশল।

মূলীয় রসে উজ্জীবিত রেখে
দেহের কোষে কোষে খাবার পৌঁছে
জগতের সম্রাট ঘোষণা করে মাথা তুলে সগর্বে।

দূষিত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে
মানবপ্রজাতিকে বাঁচাতে অক্সিজেন দেয়।
কত মহান তাই না!

আবার ফল ফুল কাঠ ছায়া সবই দেয়।
কোনো কার্পণ্য নেই!
শুধু বছরের নির্দিষ্ট নিয়মে পাতা ঝরাতে হয়।

সুদ সমেত লাভের গুড়ে যেটুকু থাকে
একদিন তাকেও ঝরে পড়তে হয়!
মাটি আঁকড়ে থাকা দেহের মাটিতেই সমর্পণ ঘটে
সবকিছু ভুলে শুধু শান্তির আশ্বাসে।

          -------------$------------

 সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, বীরভূম
8637064029

No comments:

Post a Comment