Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুক্তগদ‍্য ।। সোমনাথ বেনিয়া

কী কারণ, অকারণ এবং স্ফুরণ 

সিগারেট ধরালে প্রেমিকার মুখ মনে পড়ে নাকি প্রেমিকার মুখ মনে পড়লে সিগারেট ধরাই! যার কাছে এর উত্তর খুঁজতে যাবে সেই তো প্রথম বলেছিল, "তুমি সিগারেট খেতে পারো।" আবার শেষে বলেছিল, "ওসব ছাইপাঁশ না খাওয়াই ভালো।" অত‌এব এই দ্বন্দ্ব সমাস (কথায় বলে শিখতে লাগে ছ-মাস) পরীক্ষার খাতায় রসগোল্লা আনবে নাকি মিহিদানা, জানা নেই। এই না জানার অনেক সুবিধা আছে। পাশের বাড়ির নারকেল গাছ থেকে ছাদে দাঁড়িয়ে নারকেল পেড়ে না জানার মতন সুবিধা। আড়চোখে কোনো অষ্টাদশীকে আন্ডারলাইন করে দিলাম, তা সে নিজেও জানলো না! অথচ এক হাতের উপর অপর হাত রেখে হৃদয়ের কাছে নিয়ে বলেছিলাম, "যাহা বলিব সত‍্য বলিব, সত‍্য ছাড়া মিথ‍্যা বলিব না!" কিন্তু ঠিক সময়ে মহাশয় অস্বীকার করে নির্বিকার ভাবে পেরিয়ে গেছে খেয়ালি পার্কের গলি, আকাশের অন্তর্বাসে থাকা বিকেল কিংবা বাথরুমে চিত হয়ে থাকা আরশোলার ছটফটানি। ঘটনাচক্রে ভালোবাসার ক্রেডিট কার্ডে রোদ ছিল। তাই সহজেই আকৃষ্ট হতো তুলারাশির দল। মৃদু হাসলে স্কুটিতে বসার জায়গা বেড়ে যেত। বাম্পারে (ঘুমন্ত পুলিশ) ইচ্ছে করে হোঁচট খাইয়ে আর‌ও কাছে আনা। কেউ কি কিছুই বুঝতো না? সবাই মিড উইকেট গার্ড করে খেললেও সিলি পয়েন্ট বড়ো প্রিয় ছিল!
     উদাসভাবে থাকলে প্রেমিকার মুখ মনে পড়ে নাকি প্রেমিকার মুখ মনে পড়লে উদাসভাব আসে। প্রশ্নের উত্তর সাধারণত সহজ হয়না বলেই বিজ্ঞাপনের মেয়েটি যথেষ্ট উচ্ছল। সরু তন্বী কোমর বেয়ে যে জলের ফোঁটা নামছে তার সঙ্গে মুখের চিবুক বেয়ে গড়ানো চোখের জলের ফোঁটার তুলনা করা ঠিক হবে কি? তাই মানিব‍্যাগে টাকা না থাকলেও ইষ্ট দেবতার ছবি থাকে। বিষয়টি এরকম "হয় টাকা দে, না হয় দেখা দে!" কিন্তু দেখবো বাহ‍্যিক দৃষ্টি দিয়ে নাকি অন্তরের দৃষ্টি দিয়ে। তাই অঙ্কে পাঁচ পাওয়ার পর স‍্যারের বকা শুনতে হয়েছিল। অথচ চ‍্যালেঞ্জ নিয়ে ওই একটা অঙ্ক তিন ঘন্টা সময় ধরে চেষ্টা করে মিলিয়ে ছিলাম। এখানে কে বড়ো? প্রত‍্যয় নাকি বোকামি! বিবেকের কাছে ঠিক থাকলেও অ্যাটেনডেন্স রেজিস্টারে রোল নম্বর বেড়ে যেত। লাস্ট বেঞ্চে বসে ভাবতাম হু ইজ নেক্সট এর বদলে হোয়াট ইজ নেক্সট!
     কবিতা আসে প্রেমিকার মুখ মনে পড়লে নাকি ভুলে গেলে। শান্তিনিকেতনি ব‍্যাগের ভিতর কবিতার ছেঁড়া ডাইরির বদলে পেপসি মেশানো ওয়াই। নেশায় ডুবে থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়। ভুল হলো কি? নাকি ভুলে থাকার জন‍্য নেশা করা। বিলকুল ভুলে গেলে অ্যালজাইমার। প্রথমেই নাম মনে আসবে না। পেটে আসবে কিন্তু মুখে আসবে না। তাহলে "ভোলার ছলে মনে রাখা!" ফরগেট টু রিমেমবার। সী হিমসেলফ ডাজ নট নো হাউ মেনি ওয়েভজ আর দেয়ার ইন হিজ হার্ট। কিন্তু তীরে দাঁড়িয়ে যেটাতে ছুঁয়ে আনন্দ আসে, সেখানে কোনো আর্গুমেন্ট থাকে না। গোলাপকে যে নামেই ডাকো সে গোলাপ। মাইন্ড ইট, কাঁটার ক্ষেত্রেও তাই!

--------------------------------


Somnath Benia
148, Sarada Pally By Lane
(Near Sarada Bhaban)
P.O. + P.S. - Nimta
Dist-North 24 - Parganas
Kolkata - 700 049.
Ph No.8697668875/9143155045(W/app)

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত