Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মুক্তগদ‍্য ।। সোমনাথ বেনিয়া

কী কারণ, অকারণ এবং স্ফুরণ 

সিগারেট ধরালে প্রেমিকার মুখ মনে পড়ে নাকি প্রেমিকার মুখ মনে পড়লে সিগারেট ধরাই! যার কাছে এর উত্তর খুঁজতে যাবে সেই তো প্রথম বলেছিল, "তুমি সিগারেট খেতে পারো।" আবার শেষে বলেছিল, "ওসব ছাইপাঁশ না খাওয়াই ভালো।" অত‌এব এই দ্বন্দ্ব সমাস (কথায় বলে শিখতে লাগে ছ-মাস) পরীক্ষার খাতায় রসগোল্লা আনবে নাকি মিহিদানা, জানা নেই। এই না জানার অনেক সুবিধা আছে। পাশের বাড়ির নারকেল গাছ থেকে ছাদে দাঁড়িয়ে নারকেল পেড়ে না জানার মতন সুবিধা। আড়চোখে কোনো অষ্টাদশীকে আন্ডারলাইন করে দিলাম, তা সে নিজেও জানলো না! অথচ এক হাতের উপর অপর হাত রেখে হৃদয়ের কাছে নিয়ে বলেছিলাম, "যাহা বলিব সত‍্য বলিব, সত‍্য ছাড়া মিথ‍্যা বলিব না!" কিন্তু ঠিক সময়ে মহাশয় অস্বীকার করে নির্বিকার ভাবে পেরিয়ে গেছে খেয়ালি পার্কের গলি, আকাশের অন্তর্বাসে থাকা বিকেল কিংবা বাথরুমে চিত হয়ে থাকা আরশোলার ছটফটানি। ঘটনাচক্রে ভালোবাসার ক্রেডিট কার্ডে রোদ ছিল। তাই সহজেই আকৃষ্ট হতো তুলারাশির দল। মৃদু হাসলে স্কুটিতে বসার জায়গা বেড়ে যেত। বাম্পারে (ঘুমন্ত পুলিশ) ইচ্ছে করে হোঁচট খাইয়ে আর‌ও কাছে আনা। কেউ কি কিছুই বুঝতো না? সবাই মিড উইকেট গার্ড করে খেললেও সিলি পয়েন্ট বড়ো প্রিয় ছিল!
     উদাসভাবে থাকলে প্রেমিকার মুখ মনে পড়ে নাকি প্রেমিকার মুখ মনে পড়লে উদাসভাব আসে। প্রশ্নের উত্তর সাধারণত সহজ হয়না বলেই বিজ্ঞাপনের মেয়েটি যথেষ্ট উচ্ছল। সরু তন্বী কোমর বেয়ে যে জলের ফোঁটা নামছে তার সঙ্গে মুখের চিবুক বেয়ে গড়ানো চোখের জলের ফোঁটার তুলনা করা ঠিক হবে কি? তাই মানিব‍্যাগে টাকা না থাকলেও ইষ্ট দেবতার ছবি থাকে। বিষয়টি এরকম "হয় টাকা দে, না হয় দেখা দে!" কিন্তু দেখবো বাহ‍্যিক দৃষ্টি দিয়ে নাকি অন্তরের দৃষ্টি দিয়ে। তাই অঙ্কে পাঁচ পাওয়ার পর স‍্যারের বকা শুনতে হয়েছিল। অথচ চ‍্যালেঞ্জ নিয়ে ওই একটা অঙ্ক তিন ঘন্টা সময় ধরে চেষ্টা করে মিলিয়ে ছিলাম। এখানে কে বড়ো? প্রত‍্যয় নাকি বোকামি! বিবেকের কাছে ঠিক থাকলেও অ্যাটেনডেন্স রেজিস্টারে রোল নম্বর বেড়ে যেত। লাস্ট বেঞ্চে বসে ভাবতাম হু ইজ নেক্সট এর বদলে হোয়াট ইজ নেক্সট!
     কবিতা আসে প্রেমিকার মুখ মনে পড়লে নাকি ভুলে গেলে। শান্তিনিকেতনি ব‍্যাগের ভিতর কবিতার ছেঁড়া ডাইরির বদলে পেপসি মেশানো ওয়াই। নেশায় ডুবে থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়। ভুল হলো কি? নাকি ভুলে থাকার জন‍্য নেশা করা। বিলকুল ভুলে গেলে অ্যালজাইমার। প্রথমেই নাম মনে আসবে না। পেটে আসবে কিন্তু মুখে আসবে না। তাহলে "ভোলার ছলে মনে রাখা!" ফরগেট টু রিমেমবার। সী হিমসেলফ ডাজ নট নো হাউ মেনি ওয়েভজ আর দেয়ার ইন হিজ হার্ট। কিন্তু তীরে দাঁড়িয়ে যেটাতে ছুঁয়ে আনন্দ আসে, সেখানে কোনো আর্গুমেন্ট থাকে না। গোলাপকে যে নামেই ডাকো সে গোলাপ। মাইন্ড ইট, কাঁটার ক্ষেত্রেও তাই!

--------------------------------


Somnath Benia
148, Sarada Pally By Lane
(Near Sarada Bhaban)
P.O. + P.S. - Nimta
Dist-North 24 - Parganas
Kolkata - 700 049.
Ph No.8697668875/9143155045(W/app)

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল