ছড়া // সুমন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

ছড়া // সুমন নস্কর

কৈলাস সমাচার

                                              

শিব ঠাকুরের মনটা খারাপ ভাল্লাগে না একা,
দুর্গা গেছে বাপের বাড়ি পাচ্ছে না তাই দেখা।
ভাঙড় ভোলা দুঃখে এখন কল্কে যে তাই  টানে।
দুর্গা ছাড়া একলা ভোলার মনটা না আজ মানে।

সরস্বতী লক্ষ্মী গনেশ কার্ত্তিকও নেই কাছে,
মায়ের সাথে এখন তারা মামার বাড়ি আছে।
নন্দি এবং ভিঙ্গি যে তাই শিবের সেবায় খাটে
শিব ঠাকুরের রাখতে খেয়াল সময় তাদের কাটে।

দুর্গা গেছে বাপের বাড়ি কৈলাস যেন ফাঁকা,
শিব ঠাকুরের মনটা যে তাই করছে বড়ো খাঁ খাঁ।
ছেলে মেয়ের সঙ্গে উমা গেছে বাপের বাড়ি,
দুঃখে ভোলা ছাই মেখে দেয় শ্মশান মশান পাড়ি।

মনের দুঃখে শিব ঠাকুরের বুকটা যে তাই ফাটে,
দুর্গা ছাড়া ভাঙড় ভোলার একলা এখন কাটে।
এই কটা দিন দুর্গা তো আর রাঁধবে নাকো এসে,
তাই মহাদেব ভাঙের ধোঁয়া গিলছে ভালোবেসে।
****************************************************


সুমন নস্কর ।। বনসুন্দরিয়া ।। দক্ষিণ ২৪ পরগনা

No comments:

Post a Comment