কবিতা // সাগর বর্মন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // সাগর বর্মন

     

  আমি হেরে যেতেও পারি


আমার যখন মৃত্যু হবে দেখছি.
তাই বলে কি বিণিসুতো কাটা যায়,
সমগ্রতা তখন বায়ুর মতো চোখে দেখা যায় না
হলদে পাতার মতো ঝুলে থাকে ডালে,

আমি পরম্পরা বুঝি কিন্তু তাতে বিশ্বাসী নই,
সময় পেলেই লুকিয়ে পড়ি
রক্তে যে আমার বড়ো ভয়,

এই বলেই বেশি লোক দেখলেই
হাতের পত্রিকাটি খুলে নিই,শব্দের নিভৃতবাস হয়নি তো;
খুজে দেখি কোন পথটা একা দাড়িয়ে 
যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরি

কারন আমি  স্বৈব্যবহারিক নই
রক্তে আমার জিত নয়,সবুজ বলে হেরে যেতে পারি..।
************************************************

     সাগর বর্মন
কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,পশ্চিমবঙ্গ,733129

No comments:

Post a Comment