কবিতা ।। রোনক ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। রোনক ব্যানার্জী

নিষিদ্ধ ফাইল

———————————

সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যাক,
গোপনে শবদেহ সংস্কার করে ফিরুক মুক্তিদাতা,
ডিফেন্স খেলতে গিয়ে শংসাপত্রে দাগ লেগে যায়,
কলমের নাভি দিয়ে গড়ায় বিচারকের কান্না,
প্রতিটি ভুয়ো প্রশংসা নরকের কীট,
পারদস্তম্ভে সূক্ষ্ম ছিদ্র
                            স্মারকলিপিতে টিকটিকির ডিম
সারাজীবন ধরে শতাধিক রাসায়নিক বিক্রিয়া;
প্লাগ‌-ইনে পাল্টে ফেলি চরিত্রের বিষয় সন্ধিক্ষণ,
মশালের আলোয় অসুস্থ পেঁচার চোখ,
              প্যারাসুট নিয়ে উড়ে গেছে ঢালাইয়ের রড
উনিশ শতকের গাছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,
                      পদোন্নতির সিসিটিভি ফুটেজ উধাও
প্রযুক্তিগত সমস্যায় আক্রান্ত পঞ্চ ইন্দ্রিয়,
পুজোর বোনাসে কেনা পাঞ্জাবির পকেটে চিত হয়ে শুয়ে আছে সায়ানাইড মোড়ক।

::::::::::::::::::::::::::::::::::::::::

রোনক ব্যানার্জী
বেলেঘাটা,কলকাতা-৭০০০১০



No comments:

Post a Comment