কবিতা ।। সুমনা ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। সুমনা ভট্টাচার্য্য




ইলিউশন

  

একটা কবিতার হাত ধরে চলে যেতে পারি বহুদূর

অলিগলি পেরিয়ে চৌমাথার মোড়ে …

তারপর ধানের ক্ষেত আর আকাশের সমীকরণ  দুপাশে রেখে

পৌঁছে যেতে পারি  কাঁটাতার আর ছেঁড়া কাঁথা সেলাইয়ের গল্পগুলোর কাছে -

কিন্তু হয় না

ক্ষত বিক্ষত দিনগুলি সামনে এসে দাঁড়ায়-

কানের কাছে ফিসফিস করে ওঠে

"চলে এসো, এখনো কিছুই গোছানো হয় নি …"

অতএব……বাস স্টপেজের হাতলভাঙা চেয়ারে কবিতাকে অপেক্ষায় রেখে

চলে আসি অগোছালো দিনের ভাস্কর্য নির্মাণে ;

দিনের শরীরে মুখ হাত নখ দাঁত জুড়তে জুড়তে

আর সেই নখ দাঁতের নিরন্তর মোকাবিলা করতে করতে

টের পাই আমার ফেলে আসা কবিতার রোদপোড়া তামাটেবর্ণ শরীরের দিকে

বাদামওয়ালা এগিয়ে দ্যায় দশ টাকার উপশম,

ঈশ্বর ভেবে পথচলতি ভিখারি কবিতার দিকে বাড়িয়ে দ্যায় টিনের বাটি -

আর পানের দোকানের দড়িতে ঝুলে থাকা স্ফ‌ুলিঙ্গ ওষ্ঠে ছুঁয়ে ছেলে মেয়েরা কবিতার

বুকে গেঁথে দ্যায় ধোঁয়ার গুল্ম ।

টের পাই বৃষ্টির ফোঁটায় কবিতার শরীর থেকে ওঠা সোঁদা ভাপ

কেমন সোজা উঠে যায় শহরের বাক্স খোপের ঠিকানায় -

সেসময় আমার মেয়ের চোখ জ্বলে ওঠে

আর মেঘের সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে আসে এক নিভতে থাকা বিকেলের ফসফরাস ...

ধীরে ধীরে কবিতার শরীর সমস্ত স্পর্শ সরিয়ে একসময় পাথর...শুধুই পাথর...

সেই পাথর বুকে -

এই প্রতিধ্বনিহীন সময়েও শব্দ, অক্ষরের তুমুল বাষ্প অনুরণন ...

                             -----------------------

 

সুমনা ভট্টাচার্য্য

1/A কাজীপাড়া মেন রোড

বারাসত, উঃ২৪পরগনা

 

No comments:

Post a Comment