কবিতা // সুমন সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // সুমন সরকার

সাদৃশ্য

বারো হাত শাড়ীর মতো রাস্তাটা
গলিতে বিছিয়ে আছে---
গলি..., গলি থেকে পাড়া, পাড়া
থেকে মেইন রোড,
জাতীয় সড়ক....
বহুরূপী শাড়ী বাড়তে বাড়তে এগিয়ে চলে
নদীর মতন দুর্বার গতিতে...
যেন মূল নদী তার শাখা বিস্তার করেছে,

শাড়ীর রঙ কখনো লাল, কখনো সাদা,
কখনো কালো বা কখনো মেটে,
হয়তো সধবার সাজে বা বিধবার চিহ্নে
কিম্বা শোকের প্রতীক রূপে,
নয়তো জীবনের সবকিছু রঙ মিলেমিশে
একাকার হয়ে গেছে---
দুধারের ঘাস আর আগাছার সারি,
শাড়ীর আঁচল ও পাড়ের প্রতিলিপি l

অহর্নিশ রাস্তায় চলা মানুষ, তাদের গাড়ী
শাড়ী বুনে, মসৃণ করতে ব্যস্ত...
রাজপথে বেনারসীর ঔজ্জ্বল্য,
মেঠো পথে সুতির আভিজাত্য l

আলস্যে ভরা শরতের শিউলী,
বসন্তে ছিটিয়ে পড়া রক্তিম পলাশ,
গ্রীষ্মের ধূলোমাখা রাধা ও কৃষ্ণচূড়া
এঁকে দেয় শাড়ীর নক্সা....

গহন রাতে চোখে চোখ রেখে কথা হয়
তারাদের সাথে,
দুর্নিবার বর্ষার স্রোত ধুয়ে দিতে চায়
সমস্ত রঙ,
গাঁইতি আর শাবলে ক্ষত-বিক্ষত রাস্তা,
বিভৎসতার রক্ত হয়ে শাড়ীতে লাগে...

এবার শাড়ীর ভাঁজে মিলে গিয়ে এক হতে
চায় রাস্তা,
পারে না....
ভূলুন্ঠিত হয়ে অপেক্ষা করে কর্মব্যস্ত সূর্যোদয়ের....ll 


**********************************************************

সুমন সরকার
রাধানগর প্রতাপেশ্বর শিবতলা
পোঃ ও জেলা- পূর্ব বর্ধমান
পিন- 713101

কথা- 7384156703 /
8372080197

No comments:

Post a Comment