কবিতা // ফাল্গুনী গিরি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // ফাল্গুনী গিরি

এক সন্ধ্যায় 

                          ফাল্গুনী গিরি 

এমন এক বরষার ভিজে সন্ধ্যায়,
উষ্ণ কফির সাথে বসি জলসায়।

কত সুর ভেসে আসে ছুঁয়ে যায় মন,
ভুলে যাই নিমেষে একলা যাপন।

ভাবনারা ডানা মেলে চায় আশকারা, 
দিকে দিকে কুহুতান পড়ে যায় সাড়া,

জোনাকি সহস্র আলপনা আঁকে,
স্মৃতি হারায় দেখি চোরাবালি বাঁকে।

টুপ-টাপ শব্দ মেখে বৃষ্টিরা ধায়,
হাওয়াকে সঙ্গী করে নিজেকে মাতায়

রূপালী ঝলকে বিদ্যুৎও আছে,
বরিষণ মাঝে উঁকি দেয় কাছে।

মেঘবালিকার ডাক আসে ওপাড় থেকে, 
অপেক্ষায় বিরহী উষ্ণতা সেঁকে।

ফিরে পাবে সে এক গজল মুখর সাঁঝ
আবার এস তুমি বিদায় দিলাম আজ।।
*********************************************

ফাল্গুনী গিরি
ফোন নং-৯০৫১০৫৪৩৩৪

ঠিকানা-হৃদয়পুর,পো.অ-বারাসাত
জেলা-উত্তর ২৪পরগণা   

No comments:

Post a Comment