Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

ছোটগল্প || চন্দন চক্রবর্তী ||


|| জীবন থেকে পালিয়ে ||



সারাদিন খেটে এসে রঘু ঘরের দাওয়ায় বসে পড়ল । শোভা তাড়াতাড়ি জলের লোটাটা এগিয়ে দিল । ঢক ঢক করে গলায় ঢেলে রঘুর একটু  আরাম হল । মালতী দেখতে পায় নি ।  নইলে এসেই পাপা পাপা করে গলা জড়িয়ে ধরতো । 

মেয়েটার বয়স পনেরো হয়ে গেল ! এখনও খুবই সরল সোজা । তবু বিয়ে দেওয়া দরকার । তার মুলুকে এত বয়স পর্যন্ত মেয়ে কেউ ঘরে রাখে না । কিন্তু ছোট খাটো সংসারে দিতে গেলেও বিশ পঁচিশ হাজারের ধাক্কা । তারপর অন্য খরচ । 

বস্তির অন্য মেয়েদের সাথে দূরে উঠোনে মালতী খেলছে । মুখটা যেন সীতা মাইয়া  !  মাথায় তেল নেই,গায়ে সাবান নেই । তারপরেও এমন রূপ । এই রূপই ওর কাল !

দালাল এসে তিনদিন ঘুরে গেছে । চল্লিশ হাজার দেবে । কিন্তু ! মেয়ে বিক্রি ! না এসব আর ভাববে না । দেশের মুলুকে যখন ছিল তখন খুবই অভাব ছিল । কিন্তু এই লোভ !  ছিঃছিঃ ।

যাদব ওর দেশের মুলুকের আদমি । খৈনি ডলতে ডলতে তারও এক কথা ! দালালের কাছে দিয়ে দেওয়াই ভালো । নইলে কবে লুট হয়ে যায় । তাতে জীবন সংশয়,থানা পুলিশ,অপবাদ,অর্থদণ্ড,হয়রানি !

বস্তির দেখভাল করে জগদীশ । তিনদিন এসেছে । মালতীকে নিয়ে দিঘা যাবে । আগাম দুহাজার দেবে । রেটটা নাকি বেশি দিচ্ছে ! রাজি না হলে মালতীকে জোর করে তুলে নিয়ে যাবে ! মালতীর জন্য ওদের কম ভাড়ায় থাকতে দিয়েছে । নইলে এই ঘরের ভাড়া ষাট টাকা হয় !  

রঘু শহর মুলুকে এসে দু বছর কারখানায় কাজ করেছে । কারখানা বন্ধ হয়ে গেল । আয় বন্ধ,মাথার ছাদ হারিয়ে কারখানার বস্তি ছেড়ে,শেষে রিকশা চালিয়ে পেট চালাচ্ছিল । 

তখন মালিকের গ্যারেজের এক কোনে সংসার পেতে কাটিয়েছে । বিনিময়ে তাকে মালিকের গাড়ি সাফাই করতে হত,গ্যারেজ ধুতে হত । আর মালিকের রিক্সা দৈনিক ভাড়ায় চালাতো ।

টোটো আসায় রিকশার বাজার গেল । অগত্যা সে এখন মুটের কাজ করে  । বস্তিতে উঠে এসেছে কয়েক মাস হল ।

পরের দিন রঘু খুব সকালে অনিন্দিতা দিদিমনির বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল । দিদিমনিকে দশ বছর রিকশায় স্কুলে পৌঁছে দিয়েছে । খুব রাগি,রাশভারী । রঘু দিদিমণিকে ভয় পায় । একটু নড়চড় হলেই ধমকায় । খুব সময় মেপে চলেন ।  কিন্তু বিপদে আপদে দিদিমনির সাহায্য সে পেয়েছে । ওই একজনকেই সে বিশ্বাস করে । 

দরজা খুলে দিদিমণি বেরিয়ে এলেন । এই ক বছরে অনেক বুড়ো হয়ে গেছেন ! অবসর নিয়েছেন ।  রঘুকে দেখে চিনলেন । এবার রঘুর আসার কারণ জেনে ওকে অভয় দিলেন । রঘু কেঁদে ফেলল । 

দিদিমণি ওকে রুটি জলখাবার খাইয়ে শান্ত করলেন ।  তিন অবিবাহিতা,ঠিক এমনটাই চাইছিলেন । মালতীর সব দায়িত্ব তিনি নেবেন । ওর মাসের মায়না দুহাজার রঘুকে পাঠিয়ে দেবেন । মালতী এখন পড়বে । সময় হলে মালতীর বিয়ের ব্যবস্থাও তিনি করবেন । 

রঘু ছোটবেলা শুনেছে তাদের গ্রামের পাশের অরণ্যে আগে শের ছিল । তাদের চেহারাটা আলাদা ।  তারা রাতের বেলা হানা দিত । এখন আর নেই ।  

কিন্তু শহরের এই জন অরণ্যে শের দিনের বেলা সর্বত্র বিচরণ করে । তাদের চেনা বড় দায় !

শেষ রাত । শহর নিদ্রায় মগ্ন । মালতীকে যথা স্থানে রেখে দুটি প্রাণী গুটিগুটি পায়ে ফিরে চলল নিজেদের জন্মভূমির টানে নিজেদের মুলুকে ।  

জন্মভূমি অন্তত তাদের সর্বস্ব কেড়ে নেবে না !

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত