কবিতা ।। সম্পা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। সম্পা পাল



নীল আয়োজন


স্বপ্ন এখন কেমন আছে ?
তারপর কি ঘুম এসেছিল ?

বছর চলে গেছে ঘুম স্টেশনের ব‍্যালকোনিতে
এখনও একটি পরিচিত রোদে শীতের শিহরণ

ঘন্টা, মিনিট জেগে যায় পাথর পড়ার আওয়াজে
গল্পের শুরু এখানেই, পশমিনা শাল গায়ে

জুলাই এখনও অনন্ত অনুভব
অমিত লাবণ্য ভিজেছিল এই বৃষ্টিতেই
যদিও হ্দয়পুরের রাস্তা নগরেই শেষ

তবু সাদা বক ঘন নীল আকাশের দিকে....
যদিও রঙের আকাল এখনও দিনের শুরু এবং শেষে
তবু সীমানায় নীল আয়োজন 

--------------------------

সম্পা পাল , শিলিগুড়ি 

No comments:

Post a Comment