বিশ্বজিৎ কর // কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

বিশ্বজিৎ কর // কবিতা

ওগো কলম! 

*********************

ভালবাসি তোমাকে আজও -
আছো হৃদমাঝারে, চিরন্তন সম্পর্ক! 
আন্তরিকতার কথকতা, নিবিড়তার কবিতা! 
অন্তরাত্মার আকুলতা ফুটে ওঠে, 
ভাষার অক্ষরে তোমারই বহিঃপ্রকাশে! 
তুমি আমার চেতনার স্ফুরণ, 
হৃদয়তন্ত্রীতে সৃষ্টির মূর্ছনা! 
জীবনখাতার প্রতি পাতায় তোমার মননশীল আঁচড়, স্বস্তির এক চিলতে মুক্তির বাতাস! 
না কলম, তোমায় ভুলব না... 
কলম, তুমি এমনই থাকো, 
বিকিকিনির হাটে বিক্রি না হয়ে -
সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠো! 

*******************************

বিশ্বজিৎ কর 
বাঘারঘোল, বোড়াল মেন রোড 
কলকাতা ১০৩

মোবাইল : 9635629906
*********************************

No comments:

Post a Comment