কবিতা ।। জীবনকুমার সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। জীবনকুমার সরকার



ঘাতক সময়ে



যতই সামনে বাড়াচ্ছি পা 

যতই শিকড়ে রাখছি হাত

ততই দানবেরা ছুটছে পিছু পিছু 

আমরাও প্রতিরোধ রেখেছি কিছু কিছু। 


সামনে আমাদের যুদ্ধ-নদী 

ঘাতকেরা চায় অবরোধ।

দিনরাত মুখর দানবের তরবারি 

কী করে যে পাড়ি দিই সাঁকো 

কাঁদো একলব্যরা কাঁদো -----


যতই যাচ্ছি সাঁকোর কাছাকাছি 

দানবেরা ঠিক দাঁড়িয়ে থাকছে সাঁকোর আড়াআড়ি।


এমন ঘাতক সময়ে উঠি আর জাগি 

সকলেই আছি ঘাতকের মুখোমুখী। 


----------------------------

জীবনকুমার সরকার 

পরশপাথর অ্যাপার্টমেন্ট 

৩ নং গভঃ কলোনী

ইংরেজ বাজার 

মালদা

ডাক সূচক : ৭৩২১০১

আলাপ : ৯৪৩৪৮১৮৫২৩।

No comments:

Post a Comment