কবিতা ।। জয়ীতা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। জয়ীতা চ্যাটার্জী



কবিতা ও আমি


পরিকল্পনার এক তুলির টানে, লেখা হয়ে যায় পাতার পর পাতা কবিতা। 
ভালোমন্দ সব গোছানো থাকে মনে
শূন্যে ওড়ে হাজার হাজার ছবিরা। 
অসীম কৌতূহলে স্পর্শ করে দেখি তোমাকে, 
স্পর্শ করিবে তোমার নামের বানান, 
ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম তোমাকে
দেখলাম ঝিলের জলে হাতের পাতা আমার
তোমার বৃন্তমুখ ছুঁতে উদগ্রীব হয়েছে মন 
অধোবদনে,নতমুখে দাঁড়িয়েছ এসে, 
হাওয়ার ঝাপটায় ভেঙে যাচ্ছে চেনা সমস্ত ক্ষণ। 
যে জঙ্গলে সূর্যের চিহ্ন থাকে না, সেখানে দাঁড়িয়েছি এসে, দাঁড়িয়েছি তোমার মুখোমুখি, 
শিকড়ের মতো ধাক্কা খেয়ে প্রেমে পড়েছি উপুড় হয়ে
নিয়েছি জীবনের ঝুঁকি। 
মৃত্যু তোমার নীচেই শুয়ে আছে
আমাদের প্রাণ অর্ধ খোলা ঝিনুকের ভেতর
ছবি আঁকতে ছুটে গুহায়
রামধনু রঙ সে উঠবে যখন। 
কবিতার মর দেহের সাথে অনুগমন করিনি, 
অনুগমন করিনি খই দিয়ে
বাস্পকুল স্বরে বলেছি ওকে নিয়ে যাও
গোপনতাতে সরে গিয়ে।। 


No comments:

Post a Comment