কবিতা ।। শেলী ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। শেলী ভট্টাচার্য

শারদ প্রেম


কথা হয়েছিল, অষ্টমীতেই সামনাসামনি হব,
দূরত্ব ঘুচে ঘনত্বে হারিয়ে সুখ পাবো নব নব।

ট্রেনে বাসে চেপে উত্তাপ আবেগে ছুটে এসে থেমে দেখি
কাজল কালো হরিনী নয়নে তাকিয়ে রয়েছে সেকি!

এগিয়ে গেলাম অদৃশ্য টানে, আকণ্ঠ পিপাসায় 
স্বর্গীয় প্রেম আকাশ হতে বৃষ্টি সুখ ছড়ায়। 

ছোট্ট টিপ, অবনত চোখ, লজ্জাঘন মুখ
ভিজছে বিনুনি, কান পেতে শুনি, নিঃশ্বাস ঘেরা সুখ।

ভীষণ আড়ষ্ট, সৌজন্যবোধ, মধ্যবিত্ত দ্বিধা
বেপরোয়া প্রেমে ঘূর্ণির স্রোত, মনেতে মিলন খিদা। 

বর্ষা বুঝিবা ঘন হয়ে রচে গভীর ষড়যন্ত্র 
সমারোহ হীন প্রেমের যজ্ঞে, হৃদয় পড়ে মন্ত্র।

সহসা তখনি হাত ধরো তুমি, চেনাও সমর্পণ
আমি বেসামাল, প্রেম সম্পদে প্লাবিত হৃদয় মন।

হাতদুটো ধরি, বিশ্বাস করি, মেলাতে চাই ছন্দ
ভেজা স্পর্শতে বিদ্যুৎ খেলে, কাটে স্বপ্ন দ্বন্দ্ব। 

মনে ডাক দেয় উন্মত্ত সুখ, মিলন সর্বনাশ 
ক্ষণিকের এই সময় গড়ে মস্ত উপন্যাস।

হলুদ আঁচল পাঞ্জাবিতে খোঁজে নিবিড় গন্ধ
মনে হয় রই এমন করেই, যা হোক ভালোমন্দ।

দিশাহারা হই, উপহার দিতে, হেঁটে চলি অলিগলি
সবটুকু প্রেম সঁপে দিতে খুঁজি ... শরতের শিউলি।'

-------------------

শেলী ভট্টাচার্য
৪২, আদর্শপল্লী,  বিরাটি,  কলকাতা - ৭০০০৫১

No comments:

Post a Comment