কবিতা ।। দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। দুলাল সুর

ইচ্ছামৃত্যু

    

 

মহার্ঘ্যপ্রাপ্তির দুর্লভ অভিজ্ঞান

সভ্যতার অন্ধকারময় পঙ্কিলতা

সর্বাঙ্গে মারণরোগের ভ্রুকুটি

ভারাতুর বেদনার স্থবিরতা।   

 

জন্মজন্মান্তরের অগ্নিশপথ

মায়ামমতার বেষ্টনী পুঁথিপত্রে অবরুদ্ধ

আত্মজার অনাদর অবহেলা

সাতপাকের শপথ ফস্কা গেরো।

 

ধনসম্পত্তির বখরায় নিত্য কলহ  

স্বপ্নসৌধ মৃত্তিকায় স্থলিত

স্বার্থ পূরণের অছিলায় গলগ্রহ

রোগশুশ্রূষায় সেবিকার অবতীর্ণ।

 

শারীরিক যন্ত্রণা তুচ্ছ

উৎকট মানসিক উৎপীড়ন

ইচ্ছামৃত্যু হোক আইনসম্মত

অদৃষ্টের উপসংহার বড়ই নির্মম।

 

************************

- দুলাল সুর –
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা,
কলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,
Mobile + Whatsapp – 8777624513





No comments:

Post a Comment