কবিতা // উত্তমকুমার পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // উত্তমকুমার পুরকাইত


তোমার ঠোঁটের মতো রং



দাউদাউ জ্বলছে আগুন
তবুও আকাশে লেগে আছে রং  
দহনের বার্তা নিয়ে ঘুরছে পাখি  
স্বর্গ, মর্ত, পাতাল হয়ে 
বুকের সীমানায়।
দাউদাউ জ্বলছে আগুন
তবুও ঈশানে লেগে আছে
তোমার ঠোঁটের মতো রং ;
অন্ধকারে যারা ডুবে থাকে চিরদিন
তাদের হাসির ঝংকারে 
পৃথিবীর কান্না বাড়ে,
তবু ওই রঙে ফুটে ওঠে চুম্বন।
দাউদাউ জ্বলছে আগুন  
যে রুমালটা দুলছে সিগনাল হয়ে
এখন তার বিরতি সময়!
শুধু আমরা জেগে আছি 
গভীর ঠোঁটের প্রতীক্ষায়।  

**************************************

উত্তমকুমার পুরকাইত
শঙ্করপুর, পোস্ট-প্রাণবল্লভপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা-৭৪৩৩৯৫, পশ্চিমবঙ্গ
মোবাইল/হোয়াটসঅ্যাপ-৯৫৯৩১৩২৭৬৫                   

No comments:

Post a Comment