কবিতা // সৌরভ ব্যানার্জ্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // সৌরভ ব্যানার্জ্জী

ছায়া


মানুষ যতই আলোর দিকে যায়,
ক্রমশ তার ছায়া স্বাধীনভাবেই বড়ো হয়।
ধূসর স্থানে দাঁড়িয়ে সে কত কি ভাবে,
কোথায় একটু ছিটেফোঁটা শান্তি পাবে?
কখন আবার বিজন রাত্রি জাগবে? 
ভাবনা কাগজে উঠে আসে বারে বারে।
সার্কাস চলে সকল জীবনে
ব্যালেন্স হারালে যাবে যে পতনে,
দড়ির ওপর নাচছে কেবল
সকল রঙ্গভূমি।
হাঁটবে কতটা রাস্তা তো শেষ
আসবে যখন ঘুচবে দ্বেশ।
যদি সে কখনও ঘুরে দাঁড়ায়
তারই সেই ছায়া দানব হয়ে গিলে খাবে তাকে হায়।।

--------------////--------------

সৌরভ ব্যানার্জ্জী
৭ নম্বর বম্পাস রোড, কোলকাতা-৭০০০২৯
চলভাষ নম্বর- ৯০০৭৫১৪৪১৩

No comments:

Post a Comment